01 NOVEMBER 2024
BY- Aajtak Bangla
বাড়িতে কাজের দিদি না আসলে আর চিন্তা নেই। গোটা পরিবারের বাসন মেজে ফেলবেন খুব সহজে।
এর জন্য লাগবে মাত্র একটা আদা কুরুনি। এটি ব্যবহার করে সহজেই সব বাসন মেজে ফেলতে পারবেন।
এই ট্রিক জানা থাকলে রান্নাঘরের কাজও খুব সহজে হয়ে যাবে।
সবার প্রথমে পুরনো কোনও আদা কুরুনি নিন।
এবার একটি বাসন ঘষার স্কচ ব্রাইট নিয়ে আদা কুরুনির মাথায় রেখে সূঁচ-সুতো দিয়ে সেলাই করে নিন।
সূঁচ-সুতো আদা কুরুনির ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে সেলাই করুন যাতে তা খুলে না যায়।
ব্যস তৈরি আপনার হাত না লাগানোর স্কচ ব্রাইট। এটিতে বাসন মাজার সাবান দিয়ে যতখুশি মাজুন।
সহজে সব বাসন মাজা হয়ে যাবে। হাতে হাজা, অ্যালার্জি কিছুই হবে না।