26 MARCH 2025
BY- Aajtak Bangla
তীব্র গরমের দুপুরে বিছানায় শুলে যেন মনে হয় আগুনে শুইয়ে আছেন। যত দিন বইছে তত বাড়ছে গরম।
গরমে প্রখর রোদে ঘরের ভিতরে তাপ সৃষ্টি করে। লু বইলে বাড়ির গরম হাওয়া ঘরে ঢুকলেও ঘর গরম হয়।
পশ্চিমবঙ্গে গরমের সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশই থাকায় ঘাম বেশি হয়। যার ফলে মানুষ এয়ার কন্ডিশনার চালু করতে বাধ্য হয়। রী উপায় নয়।
তবে সকলের এসি কেনার মতো সামর্থ থাকে না। এসি-কুলার ছেড়ে বাড়িতে এমন কিছু গাছ লাগিয়ে নিন। এতে ঘর থাকবে ঠান্ডা। বিশ্ব উষ্ণায়নে গাছ লাগানো পরিবেশের জন্যও উপযোগী।
বাড়িতে কোন গাছ লাগালে সৌভাগ্যের সঙ্গে ঘর ঠান্ডাও থাকবে জানুন।
লাকি বাম্বুকে ভাগ্য এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি বাতাস থেকে কার্বন মনোক্সাইড, বেনজিন এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ কমায় এবং বাতাসকে পরিষ্কার করে।
স্পাইডার প্ল্যান্ট কার্বন মনোক্সাইড এবং ফর্মালডিহাইডের মতো বিষাক্ত পদার্থ দূরে রাখতে সাহায্য করে। এটি অক্সিজেন নিঃসরণ বৃদ্ধি করে এবং এর লম্বা ঝর্ণাধারা পাতা দিয়ে বাতাসকে পরিষ্কার করে।
অ্যালোভেরার পাতার ভিতরে থাকে জলীয় ঔষধি উপাদান, একই সঙ্গে ঘরের তাপমাত্রা কমাতেও কাজে আসে অ্যালোভেরা।