BY- Aajtak Bangla

ঘরের এই জায়গায় ভুলেও টাঙাবেন না দেওয়াল ঘড়ি, কাঙাল হয়ে যাবেন

29 April, 2025

দেওয়াল ঘড়ি প্রয়োজনীয় জিনিস। আবার ঘরের শোভাও বাড়ায়। তবে এই দেওয়াল ঘড়িই বিপদ ডেকে আনে।

যদি ঠিক জায়গায় না টাঙান তাহলে কাঙাল করে দিতে পারে দেওয়াল ঘড়ি। সেজন্য বাস্তু নিয়ম মেনে ঘড়ি টাঙাতে হয়। 

দরজা বা জানলার মধ্যে বা তার উপরে কখনও দেওয়াল ঘড়ি টাঙাতে নেই।

বন্ধ বা ঝাপসা ঘড়ি বাড়িতে রাখবেন না। এই ঘড়ি ফেলে দিন বা বিক্রি করে দিন। কাউকে দানও করবেন না। 

ঘড়ি টাঙানোর সব থেকে উপযুক্ত জায়গা হল ঘরের উত্তর দিক। পূর্বদিকেও টাঙাতে পারেন। 

বেডরুমে ভুলেও পেন্ডুলাম ঘড়ি রাখবেন না। তাতে অশান্তি বাড়বে। স্ত্রী ও স্বামীর সম্পর্কের অবনতি হতে পারে। 

বাড়িতে চেষ্টা করবেন গোলাকার ঘড়ি টাঙানোর। চারকোনা বা তিনকোনা ঘড়ি টাঙানো থেকে বিরত থাকুন।   

ঘরে কমলা বা গাঢ় সবুজ ঘড়ি রাখবেন না।  এতে বাড়িতে পজেটিভ এনার্জি আসতে পারে না।

বাড়িতে গাঢ় লাল রঙের ঘড়িও এড়িয়ে চলতে হবে। সাদা ও কালো রঙের ঘড়ি রাখা সবথেকে শুভ।