15 JANUARY, 2025
BY- Aajtak Bangla
তবে এবার রীতিমত প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছে টাইগার হিল। কিছুদিনের মধ্যেই খুলে দেওয়া হবে উত্তরবঙ্গের (North Bengal) রাচেলা ভিউপয়েন্টের রাস্তা।
সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের মতে, কালিম্পংয়ের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের ভিতর ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত উত্তরবঙ্গের (North Bengal) রাচেলা ভিউপয়েন্ট থেকে ঘুমন্ত বুদ্ধের নৈসর্গিক দৃশ্যের দর্শন প্রতিযোগিতায় ফেলে দিতে পারে টাইগার হিলকে।
রাচেলা পিকের ভিউপয়েন্টে যেতে হলে আপাতত পর্যটকদের লাভা থেকে নেওড়া নর্থ রেঞ্জের সামনের জঙ্গলপথের মাধ্যমে গাড়ি করে পৌঁছতে হবে।
নেওড়া ভ্যালির রাচেলা পিকের (Rachela Peak) উচ্চতা টাইগার হিলের থেকেও বেশি। রাচেলা ডান্ডার অবস্থান ভুটান, সিকিম ও পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে। বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ক্ষেত্র নেওড়ার এই কোর এলাকা।
পাহাড় ভেঙে ট্রেকিং করেই পৌঁছানো সম্ভব কোর এলাকায়। তবে আপাতত গাড়ি করে রাচেলা পিক পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করা গিয়েছে।
থাকার জন্য লাভাই সেরা জায়গা। কারণ এখনও এখানে রাতে থাকার অনুমতি পাওয়া যায়নি। লাভা থেকে ২.১ কিমির দূরত্ব। ট্রেকিং করে এলে ১২ কিমি।
এখান থেকে জেলেপ লা ও নাথু লা পাস দেখতে পাওয়া যায় খুব সহজেই।