18 May, 2025

BY- Aajtak Bangla

আচমকা নাকের চুল বেড়ে যাচ্ছে? কীসের ইঙ্গিত জানুন

নাকের ভিতরের লোম (nasal hair) হঠাৎ করে ঘন বা বড় হতে শুরু করলে অনেকেই অবাক হন বা বিব্রত বোধ করেন। 

কিন্তু এই পরিবর্তন শুধু বয়সজনিত নয়, এর পিছনে থাকতে পারে বেশ কিছু শারীরিক সংকেত বা অসামঞ্জস্যের ইঙ্গিত। 

টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে গেলে নাক, কান এবং মুখের কিছু অংশে চুল দ্রুত বাড়তে শুরু করে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের হরমোন ভারসাম্যে পরিবর্তন আসে, যা নাকের চুল বৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

পরিবারে কারও যদি অতিরিক্ত ফেসিয়াল বা নাকের চুল থাকে, তবে উত্তরসূরির ক্ষেত্রেও তা দেখা যেতে পারে।

মহিলাদের ক্ষেত্রে এই অসুখ হরমোনের ভারসাম্য নষ্ট করে চুল বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে, এমনকি নাকের লোমেও।

অতিরিক্ত মানসিক চাপ শরীরের কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যার ফলে অপ্রত্যাশিত জায়গায় চুল বাড়তে পারে।

কিছু স্টেরয়েড বা হরমোন জাতীয় ওষুধ নেওয়ার ফলে নাকের ভিতরের লোম দ্রুত বাড়তে পারে।