31th March, 2024

BY- Aajtak Bangla

যমজ সন্তান মানেই সবকিছু এক নয়, মিল থাকে না এই বিষয়ে, জানতেন?

যমজ শিশু আমাদের সবার নজর কাড়ে। একই চেহারার দুটি শিশু দেখলে আদর করতে ইচ্ছে করে।

যমজ শিশুদের চেনা খুবই কঠিন এক বিষয়। মাঝে মাঝে মা নিজেই গুলিয়ে ফেলেন দুই সন্তানের মধ্যে।

অনেকেই মনে করে যমজদের চেহারা যেমন এক স্বভাব-আচরণও এক।

কিন্তু গবেষণা বলছে, যমজদের মধ্যে আচরণগত বহু ফারাক রয়েছে।

একই ধরণের চেহারার হওয়া সত্ত্বেও যমজদের মধ্যে আচরণগত ভিন্নতা রয়েছে। বিজ্ঞানের ভাষায় এটিকে ‘আইডেন্টিক্যাল টুইন’ বলা হয়ে থাকে।

যেসব যমজ দেখতে হুবহু একই রকম, তাদের ক্ষেত্রেই ‘আইডেন্টিক্যাল টুইন’ শব্দটি ব্যবহৃত হয়।

এদের শরীরে একই ধরণের জিন বহন করলেও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের আচরণ মিল থাকে না।

যমজদের হাতের রেখা কখনো এক হয় না। যমজ দেখতে প্রায় একই রকম হলেও তাদের হাতের রেখায় পার্থক্য রয়েছে।

সেই সঙ্গে আঙ্গুলের ছাপও আলাদা হয়ে থাকে। যমজ সন্তানদের আঙুলের ছাপ এক হয় না।

যমজ সন্তানদের চিন্তাভাবনাও এক হয় না। তারা আলাদা আলাদা চিন্তা করে থাকে।

শরীরের ঘ্রাণ শুঁকে যমজদের আলাদাভাবে চিনতে পারে প্রশিক্ষিত কুকুর। তবে সাধারণ মানুষ তাদের আলাদা করতে পারে না।