23 JUNE, 2023

BY- Aajtak Bangla

লঞ্চ হওয়ার আগেই ফাঁস নাথিং ফোন, দাম কত?

১১ জুলাই লঞ্চ হওয়ার কথা নাথিং-২ ফোনের। তবে তার আগেই ফাঁস হয়ে গেল এই স্মার্টফোনের দাম।

নাথিং ফোন ১-এর থেকে দাম বেশি হতে চলেছে এই ফোনের। সংস্থার দাবি, এই ফোন আগের থেকে অনেকটাই ভালো হবে।

সূত্রের দাবি করেছে যে ইউরোপের বাজারে নতুন নাথিং ফোনটির দাম ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।

নতুন এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় ৬৫,৬০০ টাকা। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকছে এই ফোনে।

১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ থাকা এই ফোনের দাম ৭৬,৫০০ টাকা। এই ফোনের দাম প্রথম সংস্করণের থেকে অনেকটাই বেশি।

নাথিং ফোন ১-এর দাম ছিল ৪৬৯ ইউরো। যদিও ভারতে এই ফোনের দাম কিছুটা কমানো হয়েছিল।

এই ফোন প্রথমে যখন বাজারে এসেছিল তখন এর দাম ছিল ৩২,৯৯৯ টাকা। যদিও এখন কিনতে গেলে খরচ হবে ২৫,০০০ টাকা।

মনে করা হচ্ছে একইভাবে নাথিং ২ ফোনেও দারুণ কিছু ফিচার থাকতে পারে। এই ফোনের দাম ওয়ান প্লাস 11R বা Google Pixel 7a-এর কাছাকাছি হতে পারে।

নাথিং ফোন নিয়ে বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার দেখার বাজারে এই ফোন কেমন চলে।