BY- Aajtak Bangla
21 Nov, 2024
প্রেম হোক কিংবা বিয়ে। অনেক সময় সঙ্গী বাছতে ভুল হয়ে যায়। প্রেম হলে তবু কাটিয়ে দেওয়া যায়। বিয়ে হয়ে গেলে বেরিয়া আসা কঠিন।
তবে যখন আমরা সেটি বুঝতে পারি তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। সঙ্গীর খারাপ ব্যবহারে আমাদের মনের ওপর খুব খারাপ প্রভাব পড়ে।
আবার এমন অনেক সময় দেখা যায়, সেই সম্পর্ক শেষ পর্যন্ত ডিভোর্সের দিকে চলে যায়। সম্পর্ক বিষিয়ে গেলে টিঁকে থাকা খুব কঠিন।
অনেক সময় এই বুঝতে পারাটাই অনেকটা দেরি হয়ে যায়, যে কারণে আমরা ভুল পদক্ষেপ করে ফেলি। তাই সময় মতো বুঝতে পারাটা জরুরি।
কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন, আপনি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন, জানুন।
যদি আপনার সঙ্গী আপনার অনুভূতি না বোঝেন, তা কিন্তু সম্পর্ক বিষিয়ে যাওয়ার প্রথম লক্ষণ।
আপনার কথা শুনে যদি বিরক্ত বোধ করেন তাহলে তেমন সম্পর্কে না থাকাই ভাল।
সঙ্গীকে কখনোই নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। আপনার ভালো লাগাগুলো তাকে বলবেন এবং তার ভালো লাগা ও আপনি মন দিয়ে শুনবেন।
সঙ্গী যদি একই পেশায় থাকেন, বা নাও থাকেন, আপনাকে যদি হিংসা করেন, তাহলে বুঝবেন যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে।
তৃতীয় ব্যক্তির সামনে যদি আপনাকে আপনার সঙ্গী অপমান করেন, খোঁটা দেন, তাহলে বুঝবেন আপনাকে মন থেকে আর চাইছে না।
আপনার কোনও পছন্দকেই গুরুত্ব না দিয়ে, নিজের মনের মতো কাজ করছে, অথবা অন্যের কথা গুরুত্ব দিচ্ছে তাহলে বুঝবেন সম্পর্কে চিড় ধরেছে।