9th June, 2024

BY- Aajtak Bangla

'চ' দিয়ে নামের ব্যক্তিরা খুব দুষ্টু হন, দোষে-গুণে একাকার এদের চরিত্র জানুন

জ্যোতিষ অনুসারে কোনও ব্যক্তির নামের প্রথম বর্ণের ভিত্তিতেও তাঁর ব্যক্তিত্বের গুণাবলী এবং অনেক অজানা তথ্য জানা যায়।

নামের প্রারম্ভিক অক্ষর দিয়েই তাঁর স্বভাব, তাঁর পছন্দ, তাঁর কেরিয়ার এবং প্রেমজীবন ইত্যাদি জানা যায়।

বাংলা 'চ' বর্ণ দিয়ে শুরু এমন ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জেনে নেব।

জ্যোতিষ অনুসারে, যাদের নাম 'চ' দিয়ে শুরু হয় তারা সাধারণত কৌতুহলী, অত্যন্ত দক্ষ হয়ে থাকেন।

এরা বহুমুখী প্রতিভার হন এবং এদের ব্যক্তিত্ব বেশ আকর্ষণীয় হয়। তবে এরা একেবারেই নরম প্রকৃতির নন।

এদের কেউ আঘাত দিয়ে কথা বললে এরা অনেক সময়ই ভয়ানক ও প্রতিহিংসাপরায়ণও হয়ে উঠতে পারেন।

এই ব্যক্তিরা একেবারেই আবেগপ্রবণ হন না। এদের মাথায় সারাক্ষণই কোনও দুষ্টু বুদ্ধি চলতে থাকে। তবে এরা খুবই মিশুকে হয়।

সাধারণত 'চ', যাদের নামের আগে রয়েছে তাঁরা কোনও সৃষ্টিশীল কাজে নিজেদের নিযুক্ত করে থাকেন।

এমনিতে এরা মেধা ও গুণের দিক থেকে অনেক বেশি এগিয়ে। এক্ষেত্রে অনায়াসে পেছনে ফেলে দিতে পারেন অনেককেই।

কাউকে ভালোবাসার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার। এরা সব্বার থেকে ভালোবাসা পান, তথা সবাইকে ভালোবাসেন বলে খুবই সম্মান পেয়ে থাকেন।

জনপ্রিয়তার বিচারে, এরা অনেককেই পিছনে ফেলে দিতে পারেন। তবে সময়ে সময়ে এরা খুবই রূঢ় হয়ে ওঠেন।