4 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

মাত্র ১৩০০ টাকা খরচা, পুজোয় ঘুরে আসুন পাহাড়-ঝর্না ঘেরা এই গ্রামে

পুজোয় নিরিবিলিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান? মাত্র ১৩০০ টাকা জনপ্রতি প্রতিদিন খরচ করলেই হবে।

কালিম্পং-এর একটি ছোট্টো গ্রাম তেন্দ্রাবং। অনেকে বলেন এই গ্রামটি নাকি রহস্যে পরিপূর্ণ।

সারা বছরই এখানে বেড়াতে আসা যায়। হোমস্টের ব্যবস্থা আছে। আর সঙ্গে আছে গ্রামবাসীদের নির্মল আতিথেয়তা।

পাইনে ঘেরা সবুজ জঙ্গলের ধারে বসে থাকলে সকাল থেকে সেই সব পাখিদের ডাক শুনতে পাবেন। বার্ড ওয়াচিংয়ের জন্য সেরা জায়গা এই তেন্দ্রাবং।

অ্যাডভেঞ্চার ভালবাসেন তাহলে কাছেপিঠের কোনও পাহাড়ি গ্রাম থেকে হাইকিংও করতে পারেন।

কালিম্পং শহরের কাছেই অবস্থিত হওয়ায় আপনি তেন্দ্রাবং থেকে বেশ কয়েকটি জায়গা ঘুরে নিতে পারবেন।

হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং শহরের দিকে রওনা দিন।

কালিম্পংয়ের কাছেই রয়েছে পেডং। এই পেডং থেকে মাত্র ৮ কিলোমিটারের পথ তেন্দ্রাবং।

তেন্দ্রাবংয়ে রাত কাটানোর জন্য দু থেকে তিনটে হোমস্টে রয়েছে। খাওয়া-দাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ ১,৩০০ টাকা থেকে শুরু।