গরমের ছুটিতে ঘুরে আসুন জঙ্গল মেঘে ঘেরা এই গ্রাম থেকে, খরচ বেশ কম
খোলা আকাশে পরিষ্কার দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। এমন দৃশ্য দেখতেই আপামর বাঙালি বার বার ছুটে যায় উত্তরবঙ্গে।
কিন্তু এখন উত্তরের অজানা-অচেনা পাহাড়ি গ্রামগুলো বেশি জনপ্রিয় পর্যটকদের কাছে।
শুধু কাঞ্চনজঙ্ঘার দেখার লোভে নয়, কিছু দিন শান্ত পরিবেশে ছুটি কাটানোর জন্য বাঙালি বার বার বেছে নিচ্ছে উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনগুলিকে।
বর্তমানে যে অফবিট ডেস্টিনেশনগুলো পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়েছে চারখোল। রেলি নদীর অববাহিকায় সামালবং অঞ্চলের ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল।
জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোলেগাঁও থেকে ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত চারখোল।
ন্যাওড়াভ্যালি ন্যাশানাল পার্কের কোলে অবস্থিত হওয়ায় এখানে সবচেয়ে বেশি নজর কাড়ে বিভিন্ন ধরনের হিমালয়ান পাখি।
একদিকে কালিম্পংয়ের পাহাড়, অন্যদিকে সর্বদা দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা।
গ্রামের অদুরে থাকা ঝান্ডিদারা ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের নিসর্গ দৃশ্য আরও মন ভরিয়ে দেবে আপনার। চারখোলের এই ভিউ পয়েন্টটি অনবদ্য।
কাছে পিঠে দর্শনীয় স্থান বলতে আপনি চারখোল থেকে ঘুরে নিতে পারবেন লাভা, লোঁলেগাও, রিশপ, কোলাখাম, রিকিশাম, পেডংয়ের মতো জনপ্রিয় পাহাড়ি জনপদগুলো।
এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে ও রিসর্ট রয়েছে। এখানে জনপ্রতি থাকা-খাওয়ার খরচ ১,২০০ টাকা। সুতরাং অল্প বাজেটেও সহজেই ছুটি কাটিয়ে আসতে পারবেন চারখোল থেকে।