06 July, 2024

BY- Aajtak Bangla

জাস্ট ২ ফোঁটা তেলের কামাল, এই গুঁড়ো মিশিয়ে পান মিশমিশে কালো চুল

যদি চুল দ্রুত পেকে যায় তাহলে একটু সতর্ক হতে হবে। আসলে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। 

যেমন আপনার খারাপ ডায়েট, ধুলো-ধোঁয়া এবং খারাপ চুলের যত্নের রুটিন। এছাড়াও রক্ত ​​সঞ্চালনের অভাবে চুলও দ্রুত পেকে যেতে পারে। 

তাই বয়স কম থাকতেই এই তেল লাগানো শুরু করুন। চুলের রং বুড়ো বয়স অবদি ঠিক থাকবে।

আসলে চুলের জন্য সর্ষের তেলে এই মশলা গুঁড়ো করে লাগালে মাথার ত্বকসহ চুলের অনেক সমস্যার সমাধান করা যায়।

সরষের তেল এবং কালোজিরে চুল কালো করতে সহায়ক। চুলের কোলাজেন বাড়াতে এবং চুলের রঙ উন্নত করতে সহায়ক। 

এই তেল লাগালে চুলের গঠন ঠিক হয়ে যায়। এছাড়া এটি চুলে রক্ত ​​সঞ্চালনকে ত্বরান্বিত করে, যা চুলকে পুষ্টি জোগায় এবং পাকা চুলের সমস্যা কমায়। কিন্তু এর তেল কীভাবে বানাবেন সেটা জানা জরুরি।

প্রথমে কালোজিরে লোহার কড়াইতে হালকা ভেজে ঠান্ডা করুন। এরপর মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নিন।

যেদিন মাখবেন সেদিন ২ চামচ কালোজিরের গুঁড়ো নিয়ে এতে ২ ফোঁটা লেবুর রস ও ১-২ মাচম সর্ষের তেল দিন। এটি দেখতে একেবারে কালো কলপের মতো হবে।

এটি মেখে ঘণ্টা কয়েক রেখে শ্যাম্পু করুন, ১-২ মাসে কাঁচা চুলে ভরবে মাথা।