12th November, 2024
BY- Aajtak Bangla
স্কুল-কলেজ-অফিসের কাজ থেকে রোজকার জীবনের অসংখ্য-অজস্র কথার মাঝে আপনি কতবার 'ওকে' বলেন?
না, গুণে শেষ করতে পারবেন না। কিছু হলেই ওকে বলেন, ভুল করলেও ওকে বলেন আবার ঠিক করলেও ওকে বলেন।
কিন্তু অত্যন্ত প্রচলিত এই ইংরেজি Ok শব্দের একটা ফুল ফর্ম বা পুরো কথা রয়েছে। সেটা কি আপনি জানেন?
দেখা গিয়েছে ইংরেজি শব্দ Ok-এর ফুল ফর্ম বা একে আসলে কী বলে তা অনেকেই জানেন না।
বেশিরভাগ মানুষতো এটাই জানেন না যে ওকে শব্দটির কোনও পুরো কথা বা ফুল ফর্ম রয়েছে।
আসলে সব শব্দের ফুল ফর্ম যে আপনি জানবেন এমনটা তো নয়।
তাই জেনে নিন ইংরাজি শব্দ OK-র ফুল ফর্ম কী।
Ok-র ফুল ফর্ম হল Oll Korrect or Olla Kalla। এগুলি গ্রিক শব্দ।
তাহলে জেনে গেলেন তো Ok-র ফুল ফর্মটা। এবার অন্যদেরও জানিয়ে দিন।