22 June, 2024

BY- Aajtak Bangla

দেড় টনের এসি সারারাত চলছে? কী হবে জেনে রাখুন

 তাপপ্রবাহ চলছে রাজ্যজুড়ে। গরমে হাঁসফাঁস দশা। গরম থেকে মুক্তি পেতে সব বাড়িতেই বসছে এসি। 

এসির বিদ্যুৎ খরচও বেশি। কখনও দেখেছেন কতটা বিদ্যুৎ খরচ করে এসি।  

দেড় টনের এসি সারারাত চলছে? কী হবে জেনে রাখুন

তাপমাত্রা নিয়ন্ত্রণ: ২৪-২৬°C তাপমাত্রায় সেট করুন: খুব কম তাপমাত্রায় এসি চালানো বিদ্যুৎ খরচ বাড়ায়। স্মার্ট থার্মোস্ট্যাট ব্যবহার করুন: এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে।

এসির এয়ারফ্লো ঠিক রাখুন: এসির এয়ারফ্লোতে কোন বাধা যেন না থাকে।

নিয়মিত পরিষ্কার করুন: ফিল্টার ও এয়ার ডাক্ট নিয়মিত পরিষ্কার করুন। গ্যাস রিচার্জ করুন: প্রয়োজনে এসিতে গ্যাস রিচার্জ করুন। সার্ভিসিং করুন: নিয়মিত এসির সার্ভিসিং করান।

ফ্যান ব্যবহার করুন: যখন সম্ভব তখন এসির পরিবর্তে ফ্যান ব্যবহার করুন। আলো-বাতাস চলাচল নিশ্চিত করুন: জানালা খোলা রেখে ঘরে আলো-বাতাস চলাচল নিশ্চিত করুন। আর্দ্রতা নিয়ন্ত্রণ: ঘরের আর্দ্রতা কমিয়ে এসি কম ব্যবহার করতে পারেন।

ইনভার্টার এসি ব্যবহার করুন: ইনভার্টার এসি এসির তুলনায় বিদ্যুৎ কম খরচ করে। স্টার রেটেড এসি কিনুন: বেশি স্টার রেটেড এসি বিদ্যুৎ কম খরচ করে।

প্রয়োজনে এসি বন্ধ রাখুন: ঘরের বাইরে থাকাকালীন বা ঘরে কেউ না থাকাকালীন এসি বন্ধ রাখুন। অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন: এসি চালানোর সময় টিভি, ফ্রিজ, ইত্যাদি অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন।

আপনার বিদ্যুৎ বিল বিশ্লেষণ করে দেখুন কোথায় বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষ অফার সম্পর্কে জেনে নিন।