BY- Aajtak Bangla
19 APRIL, 2025
কর্পূর খুবই প্রয়োজনীয় জিনিস। রোজকার জীবনে নানা কাজে লাগে কর্পূর।
ঘরে আলমারি বা বিভিন্ন জায়গায় কর্পূর রাখলে যেমন সুগন্ধী আসে, তেমনই পোকামাকড়ের উপদ্রব কমে।
কর্পূর আবার ভাগ্যও বদলাতে পারে। জ্যোতিষ মতে, কর্পূর খুবই শুভ।
পকেটে কর্পূর রেখে দিলে নানা উপকার পাওয়া যায়। জেনে নিন...
পকেটে কর্পূর রাখলে মন শান্ত থাকে। নেতিবাচক শক্তির প্রভাব কেটে যায়।
পকেটে কর্পূর রাখলে যে কোনও কাজে মন বসে। মনসংযোগ বাড়ে। মানসিক চাপ কমে যায়।
পকেটে সাদা কাপড় কর্পূর বেঁধে রাখলে সৌন্দর্য বাড়ে।
পকেটে কর্পূর রাখলে দাম্পত্য সুখ বেড়ে যায়।
পকেটে কর্পূর রাখলে অর্থকষ্ট দূর হয়। আর্থিক ভাবে লাভবান হবেন।