27 March 2025

BY- Aajtak Bangla

ঠাকুরের আসনে রাখুন এই জিনিস, ভাগ্য বদলে যাবে

কম বেশি সব বাড়িতেই দেবতার সিংহাসন বা ঠাকুর ঘর থাকে। যে যার মতো করে ঠাকুরের আরাধনা করে থাকেন। 

সাধ্যমতো ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করে থাকে ভক্তরা। তবে মনোবাসনা পূর্ণ হয় না। 

=

কিন্তু ঠাকুরের আসনে যদি একটি জিনিস রাখা যায় তাহলে বিপুল অর্থ আসবে। 

=

এই উপায় করতে হবে মঙ্গলবার ও শনিবার। তাহলেই দেবতা খুশি হবেন।

সেজন্য লাগবে একটা কাচের পাত্র। তার মধ্যে প্রথমে এক টাকার কয়েন।

তার উপর চিনি ভর্তি করে দিতে হবে। এরপর উপরে দিতে হবে ৮ টি লবঙ্গ।

৮ টি লবঙ্গ দেওয়ার পর সেখানে রাখতে হবে ২ টো কর্পুর।  

প্রতি শনি বা মঙ্গলবার এই পাত্র বদলে বদলে দিতে হবে। তাহলেই সুফল মিলবে। 

বাড়িতে যেখানে ঠাকুরের সিংহাসন আছে তার সামনে আসনে এই পাত্র রাখতে হবে।