5 December 2023

BY- Aajtak Bangla

অনেক খেলেন টমেটোর চাটনি, এবার বানান মশলাদার পেঁয়াজের চাটনি

শীতের দিনে সকালের খাওয়ারে পরোটার সঙ্গে চাটনি হলে দিনটা পুরো জমে যায়।

বাড়িতেই বানিয়ে ফেলুন মশলাদার পেঁয়াজের চাটনি। রইল রেসিপি।

উপকরণ : ১ টি পেঁয়াজ, ২-৩ টি কাঁচা লঙ্কা, আমের আচার, পরিমাণ মতো নুন, ১ চামচ ঘি।

পেঁয়াজের খোসা ভাল করে ধুয়ে টুকরো করে কেটে নিন।

টুকরোগুলো কেটে বয়ামে রেখে তাতে কাঁচা লঙ্কা , আচারের মশলা দিয়ে দিন।

পেঁয়াজে আচারের মশলা ,নুন মিশিয়ে ২-৩ বার নাড়ুন।

এবার প্যানে ঘি দিয়ে তাতে মোটা করে কাটা পেঁয়াজের কুচি দিন।

১-২ মিনিট ভেজে নিয়ে পরোটার সঙ্গে পরিবেশন করুন মশলাদার পেঁয়াজের চাটনি।