BY- Aajtak Bangla

শীতে রোজ পেঁয়াজকলি খেলে এসব হবেই, জেনে রাখুন 

8 January 2025

শীতের সবজি বাজারে আলো করে থাকে পেঁয়াজকলি। 

 সবুজ এই সবজি খেতে শীতকালে কে না ভালবাসেন!

তরকারির সঙ্গে কিংবা ভাজা, পেঁয়াজকলি খেতে দারুন।

পেঁয়াজকলি পুষ্টিতে ভরপুর। নানা উপকারীতা রয়েছে। 

ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পেঁয়াজকলি। 

পাকস্থলি, অন্ত্র, মূত্র প্রদাহ রোধে কার্যকরি পেঁয়াজকলি। 

হাড়ের ব্যথা, মাংসপেশীর ব্যথা থেকে উপশম পাওয়া যায়।