BY- Aajtak Bangla
8 JUNE, 2024
পেঁয়াজ, রসুনের গন্ধ সম্পর্কে আমরা সকলেই অবগত। খোসা ছাড়ানোর সময় হাতের আঙুলে লেগে যায় রস।
সাবান দিয়ে ধুলেও হাতে গন্ধ থেকে যায়। পেঁয়াজ, রসুনে থাকে উচ্চ পরিমাণে সালফার যা গন্ধের মূল কারণ।
কীভাবে পেঁয়াজ, রসুনের গন্ধ দূর করবেন হাত থেকে? রইল সেই টিপস...
পেঁয়াজ, রসুন কাটার পর নুন দিয়ে হাত ধুলেই চলে যাবে গন্ধ।
কয়েক ফোঁটা লেবু রস হাতে ঘষে ধুয়ে নিলেই গন্ধ দূর হবে।
হাত থেকে পেঁয়াজ, রসুনের গন্ধ দূর করার জন্য ভিনিগার দিয়ে হাত ধুয়ে নিন।
এছাড়াও, ব্যবহার করতে পারেন টুথপেস্ট। হাতে একটু টুথপেস্ট ঘষে ধুয়ে নিলেই দূর হয়ে যাবে গন্ধ। ফ্লোরাইড বেস টুথপেস্ট হলে আরও ভাল।
স্টেইনলেস চামচ বা ছুরি দিয়ে ঠান্ডা জলে রেখে হাত ঘষে নিলেই গন্ধ চলে যাবে। তবে এটি করতে হবে সাবধানে।
এইভাবে ছুরি দয়ে হাত ঘষার ফলে ধাতুর সঙ্গে সালফারের বিক্রিয়া হবে। যার ফলে সব গন্ধ দূর হবে।