BY- Aajtak Bangla

শুধু লাগান সস্তার এই সবজির রস, মাথায় কালো চুলের বাগান হবে

4 June  2024

চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুলের যত্ন নেওয়া খুব জরুরি।

 অনেকেরই অল্প বয়সে চুলে পেকে যায় কিংবা চুল পড়ে যায়। যার ফলে চেহারায় বুড়োটে ছাপ পড়ে। 

বিশেষজ্ঞদের মতে, ঘন কালো চুলের জন্য পেঁয়াজ খুবই উপকারী।

পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। যা চুলের জন্য ভাল।

নিয়মিত মাথায় পেঁয়াজের রস লাগালে চুলের অকালপক্কতা রোধ হয়। . .

মাথার ত্বকে পেঁয়াজের রস লাগালে চুল পড়া বন্ধ হয়। . .

পেঁয়াজের রস লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে।

চুলে খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস।

ঘন কালো চুল পেতে হলে পেঁয়াজের রস খুবই কার্যকরী।