BY- Aajtak Bangla
একটা পেঁয়াজেই তাড়ানো যাবে ঘরের সব মশা, কীভাবে জানুন
3 JULY, 2024
বর্ষাকাল মানেই মশার উৎপাত। ঘরে মশার জ্বালায় তো থাকা দায় হয়ে যায়। মশা থেকে রোগও ছড়ায়। অনেকে ডেঙ্গি আক্রান্ত হন।
মশা তাড়ানোর জন্য অনেকে অনেককিছু ব্যবহার করেন। তবে একটা পেঁয়াজ দিয়েই তাড়ানো যায় মশা। কীভাবে জানুন।
সেজন্য লাগবে একটা গোটা পেঁয়াজ, একটা কর্পুরের দানা, তিন থেকে চারটে নিমপাতা ও সামান্য তুলো।
প্রথমে একটা গোটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর পেঁয়াজের উপরে যে অংশটা থাকে সেটা ছুরি দিয়ে কেটে নিতে হবে।
এবার পেঁয়াজের উপর ছুরি ঢুকিয়ে ভিতরটা সামান্য ফাঁপা করতে হবে।
তারপর সেই ফাঁপা অংশে গুঁড়ো করা কর্পুর ঢুকিয়ে দিতে হবে।
এবার তিন থেকে চারটে নিমপাতা কুচি কুচি করে একটা তুলেোর মধ্য়ে নিয়ে তা দিয়ে সলতে বানাতে হবে।
সলতে বানানো হয়ে গেলে তা ঢুকিয়ে দিতে হবে পেঁয়াজের সেই ফাঁপা অংশে।
এবার সেই ফাঁপা অংশে দিতে হবে সর্ষের তেল। তারপর সলতেটা উপর থেকে জ্বালিয়ে দিতে হবে।
কিছুক্ষণ জ্বালিয়ে রেখে নিভিয়ে দিলেই হবে। তাতে যে ধোঁয়া বেরোবে তা মশা তাড়াতে সাহায্য করবে।
Related Stories
এই তারিখগুলিতে জন্মানো মেয়েরা শুক্রের কন্যা, বরকে খুব সুখ দেন
বার অনুযায়ী স্নানের জলে মেশান এইগুলো, ভাগ্য চমকে উঠবে
আগে নাকি পরে, আলু ভাজায় ঠিক কখন নুন দেবেন?
কোথায় টাটকা মিষ্টি দই পাওয়া যায়? রইল সেরা দোকানের হদিশ