BY- Aajtak Bangla

মাংসের এই মশলা দিয়ে তৈরি তেল মাখুন রোজ, পাকা চুল হবে একরাতে কালো

26 June, 2024

পাকা চুলের সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা বেশি বই কম নেই।

আর এই পাকা চুল কালো করতে ডাই, কালার সব বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা করে থাকি।

তবে যদি এই ঘরোয়া তেল ব্যবহার করে চুলে নিয়মিত লাগাই তাহলে পাকা চুলের পাশাপাশি অনেক সমস্যাই সমাধান হবে। 

তাহলে জেনে নিন এই ঘরোয়া তেল তৈরি করার রেসিপি।

উপকরণ পেঁয়াজ, রসুন, কারিপাতা, নারকেল তেল, সর্ষের তেল, মেথি দানা, ভিটামিন ই ক্যাপসুল।

পদ্ধতি প্রথমে পেঁয়াজ, রসুন ও কারিপাতা মিক্সিতে জল ছাড়া বেটে নিন। প্রয়োজনে একটু নারকেল তেল দিতে পারেন।

লোহার কড়াই গরম করুন। এতে এই পেঁয়াজ-রসুন ও কারিপাতার বাটা দিয়ে দিন। ৫ মিনিটের মতো কম আঁচে নাড়াচাড়া করুন।

এতে দুটো তেল ও মেথি দিয়ে কম আঁচে ৩০ মিনিট রান্না করুন। নাড়তে থাকবেন অনবরত।

এই তেলের মিশ্রনটা সবুজ হবে। কালো হওয়ার আগেই নামিয়ে নিন। ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে এতে ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন।

পাকা চুলের সমস্যা মেটাতে ও স্বাস্থ্যকর চুল পেতে এই তেল নিয়মিত ব্যবহার করতে পারেন।