BY- Aajtak Bangla

ভুলেও ফেলবেন না কমলালেবুর খোসা, উপকার জানলে চমকে যাবেন

3 November, 2024

শীতের অন্যতম ফল কমলালেবু। কমলালেবুর উপকার অনেক। 

জানলে অবাক হবেন শুধু ফল নয়, কমলালেবুর খোসাও উপকারী। এর অনেক গুণ। 

কমলালেবুর খোসা স্যালাডের সঙ্গে রাখুন। তাতে লেবুর ফ্লেভার পাবেন। 

কমলার খোসা ত্বক রক্ষায় উপকারী। খোসা সরাসরি মাখতে পারেন ত্বকে। 

কমলার খোসা শুকিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। 

এই পেস্ট মুখের স্ক্র্যাবার হিসেবে কাজ করতে পারে। 

কমলালেবু খোসার সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে তা দিয়ে ঘর মুছলে দুর্গন্ধ দূর হবে। 

কমলালেবুর খোসা দিয়ে দাঁতের হলদে ভাব দূর হয়। এর খোসা দিয়ে মাজলে দাঁত হবে চকচকে। 

রোদে পোড়া ত্বকের জৌলুস ফেরাতে ও ত্বক উজ্জ্বল করতে কমলালেবুর খোসার তুলনা নেই।