16  DECEMBER, 2024

BY- Aajtak Bangla

মুখের গ্লো বাড়ায় কমলালেবুর খোসা, কীভাবে ব্যবহার করবেন?

কমলালেবুর অনেক গুণ। স্কিনের জন্য এই ফল তো খুবই উপকারী। সে কথা অনেকের জানা।

কিছু কম যায় না কমলালেবুর খোসাও। স্কিনের গ্লো ফেরাতে এই খোসা খুব খুব উপকারী। 

তাই কমলালেবুর খোসা ফেলে না দিয়ে তা ব্যবহার করতে পারেন। তাতে খরচও কমবে আবার স্কিনও হবে কোমল ও ঝকঝকে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বাড়িতেই কমলালেবুর খোসার ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। 

সেজন্য প্রথমে খোসা ভালো করে শুকিয়ে নিতে হবে। তারমধ্যে মধু মিশিয়ে শিতকালে ত্বকের জন্য ব্যবহার করুন। 

আরও নানাভাবে ফেসপ্যাক বানানো যায়। সেজন্য কমলালেবুর খোসা গুঁড়োর সঙ্গে সামান্য চিনি, কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে হবে।

তারসঙ্গে যোগ করতে হবে সামান্য লেবুর রস ও গোলাপ জল। প্রতিদিন ৫ থেকে ৭ মিনিট তা মুখে লাগিয়ে রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

কমলালেবুর খোসা গুড়োর সঙ্গে দই, মধু  মিশিয়েও তৈরি করা যায় ফেস মাস্ক। সেটা ১০ থেকে ১২ মিনিট মুখে লাগিয়ে রাখলেই উপকার মেলে।

কমলালেবু খাওয়ার পাশাপাশি এর খোসা যদি এভাবে ব্যবহার করেন তাহলে যৌবন ফিরে আসবে।