BY- Aajtak Bangla
9 January 2025
শীতকালে আমরা প্রায় সকলেই কমলালেবু খাই। এই সময় কমলালেবু খাওয়ার আদর্শ সময়।
বিশেষজ্ঞদের মতে, কমলালেবু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত কমলালেবু খেলে নানা উপকার হয়।
কমলালেবু খাওয়ার সময় খোসা ফেলে দিই। তবে জানেন তো, কমলালেবুর খোসাও নানা কাজে লাগে।
বিশেষজ্ঞদের মতে, কমলালেবুর খোসা লাগালে ত্বকের জেল্লা বাড়ে। ত্বক পরিচর্চায় দারুণ কার্যকরী। ।
ত্বকের জেল্লা বাড়াতে কীভাবে ব্যবহার করবেন কমলালেবুর খোসা, রইল পদ্ধতি... . .
ফেস প্যাক বা ফেস স্ক্রাবে কমলালেবুর খোসা গুঁড়ো করে মেশান। তারপরে মুখে লাগালে ত্বক ভাল থাকে। . .
কমলালেবুর খোসা গুঁড়ো করে রোদে শুকিয়ে তাতে মধু মিশিয়ে শীতকালে ত্বকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। . .
কমলালেবুর খোসা লাগালে ব়্যাশ, অ্যালার্জি থেকে রেহাই পাবেন।