17 January 2024

BY- Aajtak Bangla

ত্বক থাকবে চকচকে-মোলায়েম কীভাবে ঘরে বানাবেন এই সাবান

শীত পড়তেই বাজারে এসে গিয়েছে ঝুড়ি ঝুড়ি কমলালেবু। এই সময় রোদে বসে কমলালেবু খেতেও দিব্যি লাগে।

কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি-কাশির সমস্যা দূরে করতে সাহায্য় করে কমলালেবু।

অনেক রকমের খাবরও বানানো যায় কমলা দিয়ে। কমলার পায়েস, কমলার মিষ্টি ইত্যাদি। কমলার খোসা দিয়ে করতে পারেন রূপচর্চাও।

কমলার খোসা শুকনো করে তা গুঁড়ো করে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে মাখলে ত্বক থাকে চকচকে ও মোলায়েম। 

তবে এই কমলার খোসা দিয়েই বানাতে পারেন সাবানও।

এই সাবান মুখেও মাখতে পারবেন। খোসা ছাড়িয়ে সাদা অংশটা যতটা সম্ভব বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিন।

তারপর তা বেটে হালকা জল দিয়ে বানিয়ে নিন একটা পেস্ট।

শীতকালে বাড়িতে ব্যবহৃত গ্লিসারিন সাবান দিয়ে বানিয়ে নিন একটা বেস । 

সসপ্যানে জল ফুটিয়ে একটা বাটিতে সাবান রেখে সসপ্যানের ওপর বসিয়ে গলিয়ে নিন ওই সাবান।

সাবান গলে গেলে কমলালেবুর খোসার পেস্টটি মিশিয়ে নিন। এরপর সিলিকনের সাবান পেস্ট তৈরি করে ঢেলে দিন, এরপর সাধারণ তাপমাত্রায় রেখে দিন ২ ঘণ্টা। 

এভাবে অল্প সময়েই তৈরি হয়ে যাবে এই সাবান, যা ত্বকের জন্য খুবই ভালো। আপনার ত্বক থাকবে মোলায়েম।