BY- Aajtak Bangla
20 SEPTEMBER, 2023
মাস দুয়েক পড়েই আগমন হবে শীতকালের। এই ঋতু আসার সঙ্গে সঙ্গে আগমন ঘটে কমলালেবুর।
প্রতিদিন ডায়েটে একটা করে কমলালেবু রাখলে নানা রোগ থেকে মুক্তি মেলে।
রসালো এই ফল খেয়ে, বেশীরভাগ মানুষ এর খোসা ছুঁড়ে ফেলে দেন।
তবে কমলালেবুর খোসা কতটা উপকারী জানলে, চমকে যাবেন।
ত্বক মসৃণ, নরম করে তুলতে কমলালেবুর খোসার কোনও বিকল্প নেই।
কমলালেবুর খোসাতে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান।
সান ট্যান তুলে ত্বকের উজ্জ্বলতা ফেরত আনতে কমলালেবুর তুলনা হয় না।
ত্বকের শুষ্কতা থেকে বাঁচতে কমলার খোসা ও টক দই প্যাক হিসেবে ব্যবহার করুন।
রোদে পুড়ে যাওয়া ত্বক বাঁচাতে, কমলালেবুর খোসা, হলুদ ও মধুর প্যাক বানিয়ে লাগালে সমাধান মিলবে।
পরিচ্ছন্নতার দারুণ মাধ্যম হতে পারে কমলালেবুর খোসা। এটি ব্যবহার করে ক্লিনজার তৈরি করা খুব সহজ।