BY- Aajtak Bangla
10 NOVEMBER 2024
r
শীতে কমলালেবু খেতে কার না ভাললাগে? আর এই ফল খাওয়াও বেশ উপকারী। তবে কিছু ক্ষেত্রে তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
যদি আপনার অ্যাসিডিটি বা পেটে আলসারের সমস্যা থাকে, তাহলে কমলালেবু খাওয়া এড়ানো উচিত
এই লেবুতে যথেষ্ট অ্যাসিড থাকে। যা পেটের সমস্যা বাড়াতে পারে।
যদি আপনার সর্দি বা কাশি থাকে তা হলে কমলালেবু না খাওয়াই ভাল। কারণ, তাতে গলায় জ্বলন হতে পারে।
যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে সীমিত পরিমাণে খান এই ফল।
কারণ, এতে প্রাকৃতিক শর্করা থাকে। যা আপনার রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়।
কিছু ওষুধ আছে যা খেলে এই লেবু সাবধানে খাওয়া উচিত।
কারণ, কমলালেবু কিছু ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে।
রাতে এই লেবু খাওয়া উচিত নয়। কারণ এতে হজমের সমস্যা তৈরি করতে পারে।