7 August, 2024
BY- Aajtak Bangla
ফুলে ভরবে গাছ, সাঁই-সাঁই করে বাড়বে, ভরবে কচি পাতায়, করুন এই ছোট্ট জিনিস
গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে বেশিরভাগ গাছই হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
ঘটি বাড়িতে মতো ডিম পোস্ত রেসিপি, গরম ভাতের সঙ্গে বেস্ট
সবজি দেখলেই সন্তান মুখ ঘুরিয়ে নেয়? এভাবে গপগপ করে খাবে
নাগালের বাইরে ইলিশের দাম,সস্তার এই মাছেই পান সেই একই স্বাদ
এভাবে চিনুন দুগ্ধজাত প্রাণী! পশুপালন ব্যবসা শুরুর আগে জানুন