17th November, 2024
BY- Aajtak Bangla
আপনার বাড়িতে যদি গোলাপ গাছ থাকে, তাহলে অবশ্যই জানেন যে এই গাছের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
গোলাপ ফুলের গন্ধে পুরো বাড়ি ম ম করবে।
তবে অনেকেই জানেন না কীভাবে এই গোলাপ গাছে প্রচুর ফুল ফোটাতে হয়। জেনে নিন সেই সহজ টিপস।
গোলাপ গাছের বিশেষত্ব হল এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এর বৃদ্ধি এতটাই হতে পারে যে এটি আপনার বাগানকে সম্পূর্ণরূপে ভরিয়ে দেয়।
গোলাপ গাছের ফুল উৎপাদনের জন্য পুষ্টিসমৃদ্ধ মাটির প্রয়োজন হয়। একটি পাত্রযুক্ত গোলাপ গাছের মাটিতে আরও পুষ্টি নিশ্চিত করার জন্য আপনার সঠিক সার ব্যবহার করা উচিত।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
রান্নাঘরে রাখা চা পাতা গোলাপ গাছের জন্য সার হিসাবে কাজ করে।
চা পাতা অম্লীয়, যা আপনার গোলাপ গাছে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করে।
এক লিটার জলে আধ চামচ চা পাতা মিশিয়ে সারারাত রেখে দিন। সকালে গাছে এই চা পাতা ভেজানো জল ঢেলে দিন।
এরপরে মাটি শুকনো না হওয়া পর্যন্ত গাছে জল দেবেন না।
এই কৌশলটি চেষ্টা করে দেখুন, তাহলেই দেখবেন কয়েকদিন বাদ থেকেই গোলাপ গাছে এত ফুল আসবে যে আপনি রাখার জায়গা পাবেন না।