10 Mar 2025

BY- Aajtak Bangla

উত্তম কুমার, কিশোর কুমারের আসল নাম কী? বেশিরভাগ লোকই জানে না 

টলিউড, বলিউড তারকা বা গায়ক-গায়িকাদের আসল নাম অনেকেই জানেন না। 

পেশার প্রয়োজনে নাম বদলেছেন এমন দৃষ্টান্ত কম নেই। কিশোর কুমার, উত্তম কুমার, কুমার শানুর মতো তারকারা নিজের নাম বদলেছিলেন।

যেমন কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। 

উত্তম কুমারের পারিবারিক নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। 

কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। শোনা যায়, মুম্বইয়ে গান শুরু করার পর তাঁর নাম হয় কুমার শানু। 

বলিউড তারকা মিঠুন চক্রবর্তীর নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 

বিখ্য়াত অভিনেতা দিলীপ কুমারের আসল নাম দিলীপ মুহাম্মদ ইউসুফ খান। 

কমেডি অভিনেতা জনি লিভারের আসল নাম জন প্রকাশ রাও জানুমালা।

বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত নায়ক ধর্মেন্দ্রর আসল নাম ধরম সিং দেওল।