BY- Aajtak Bangla

এই পাতা রোজ আয়েশ করে চিবোলে দৌড়ে পালাবে সুগার, ঘেঁষবে না ক্যান্সারও

25 March  2024

ডায়াবেটিসের সমস্যায় অনেকেই ভোগেন। ইদানীং অনেক কম   বয়সীরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, আমাদের চারপাশে এমন কিছু গাছ রয়েছে এবং সেই সব গাছের পাতা মহৌষধ।

এই সব গাছের পাতার মধ্যে অন্যতম পান পাতা।

দুপুর বা রাতে খাওয়ার পর অনেকেই মুখশুদ্ধি হিসাবে পান খান।

বিশেষজ্ঞদের মতে, রোজ খাওয়ার পর পান খেলে শরীর তরতাজা থাকবে। 

বিশেষজ্ঞদের মতে,পান পাতা চিবোলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

রোজ পান পাতা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে।

পান পাতা খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজমের সমস্যা থেকেও রেহাই  পাওয়া যায়।

 মাথাব্যথা হলেও পান পাতা উপশম দেয়। ঘা, ফোঁড়ায় পান পাতা লাগালে সেরে যায়।