BY- Aajtak Bangla
18 May 2024
অনেকেই আছেন যাঁরা নিয়মিত পান খান। মিষ্টি এই পাতা মুখশুদ্ধিরও কাজ করে।
আবার হিন্দু ধর্মে পুজো-পার্বণে পান পাতা লাগে। বিয়েতে পান পাতা দিয়ে শুভদৃষ্টির রীতি রয়েছে।
জ্যোতিষ মতে, পান পাতা খুবই শুভ। এই পাতা সঠিক ভাবে ব্যবহার করলেই কপাল খুলে যাবে। জেনে নিন...
মনে করা হয়, সোমবার শিবকে পান পাতা অর্পণ করলে সব ইচ্ছেপূরণ হবে। . .
পানপাতার সঙ্গে ৭টি গোলাপের পাতা খেলে কুনজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। . .
স্নান করার পর ৫টি পানপাতা এবং ৮টি ডগা-সহ পান পাতা একসঙ্গে বেঁধে দোকান বা অফিসের পূর্বদিকে ঝোলালে শুভ ফল পাবেন।
৫টি শনিবার পানপাতা দিয়ে এই কাজ করলে ধনসম্পত্তি লাভ হবে। কখনও টাকার অভাব হবে না। ।
পকেট বা পার্সের মধ্যে পানপাতা রেখে বাইরে বেরোলে সব কাজে সাফল্য পাবেন।
পকেটে পান পাতা রাখলে সব বাধা কেটে যাবে। চাকরিতে উন্নতি হবে।