BY- Aajtak Bangla

রোজ পান চিবোলে এসব উপকার পাবেন, জানুন

25 June  2024

খাওয়ার পর মুখশুদ্ধি হিসাবে অনেকেই পান খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ পান খেতে খুব ভালবাসেন।

রোজ রোজ পান খাওয়া কি ভাল? পান খেলে শরীরে ঠিক কী হয়?

বিশেষজ্ঞদের মতে, পান আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। রোজ পান খেলে এসব উপকার পাবেন...

পান পাতায় রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য ভাল।

রোজ পান খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। . .

পান খেলে প্রস্রাব সংক্রান্ত সমস্যাও সেরে যায়। . .

রোজ পান খেলে হজমের সমস্যা দূর হয়।

পানের উপর সর্ষের তেল মাখিয়ে গরম করে বুকে লাগালে সর্দি-কাশি সেরে যায়।

পান খেলে পেটের সমস্যা কমে যায়। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।