BY- Aajtak Bangla

যৌবন পাগলু ডান্স করবে, এই শাকের ফেসপ্যাক লাগালেই বয়স কমবে

21 FEBRUARY, 2024

বিশেষজ্ঞদের মতে, শাকসবজি নিয়মিত খাওয়া খুবই উপকারী। এতে শরীরে পুষ্টি জোগায়। ।

 ত্বক ভাল রাখতেও শাকসবজির জুরি মেলা ভার। 

 ত্বক ভালা রাখার জন্য আমরা কত কী-ই না করে থাকি। কেউ পার্লারে যান। কেউ নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। 

পালং শাক খেলে নয়, মাখলেই ত্বকের জেল্লা ফিরবে। জেনে নিন...

পালং শাক মুখে লাগালে ত্বক হাইড্রেট থাকে। এতে ত্বকের আর্দ্রতা ভাব বজায় থাকে।

 পালং শাক মুখে লাগালে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ডার্ক সার্কেল দূর করতেও কার্যকরী।

পালং শাকের পেস্ট তৈরি করে তাতে অলিভ অয়েল, লেবুর রস এবং মধু মিশিয়ে সপ্তাহে দু'বার মুখে লাগান। 

এতে ত্বকের সমস্যা দূর হয়। ত্বকে চাকচিক্য আসে। উজ্জ্বল হয় চামড়া।