20 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
ডাল-ভাতের সঙ্গে কিংবা খিচুড়ি পাঁপড় ছাড়া জমে না।
আবার সন্ধে নামলেই এক কাপ চায়ের সঙ্গে পাঁপড় ভাজায় কামড় বসাতেও দিব্যি লাগে।
আসলে, সাধারণ ভাষায় এমন অনেক শব্দ আছে, যার অর্থ মানুষ জানে না।
পাঁপড়ও এমনই একটি শব্দ, যা মানুষ প্রচুর ব্যবহার করে, তবে ইংরেজি জানে না।
তবে, জেনে অবাক হবেন যে পাঁপড়ের জন্য একটি ইংরেজি শব্দ রয়েছে, যা বেশিরভাগ মানুষই জানেন না।
পাঁপড়ের ইংরেজি নাম জানেন? পাঁপড়ের ইংরেজি নাম হয়তো অনেকেই জানেন।
যদি পাঁপড়ের ইংরেজি নাম না জানেন, তাহলে আজই জেনে নিন।
পাঁপড়কে ইংরেজিতে Papadam, Poppadom বলা হয়। আবার thin crisp Indian wafer or flatbread-ও বলা হয়।
তাই আজকের পর, যখনই কেউ পাপড়ের ইংরেজি নাম জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবেন।