BY- Aajtak Bangla

মা-বাবার এই এক অভ্যাসেই সন্তান অমানুষ তৈরি হয়, এখনই বদলে ফেলুন

1st January, 2025

প্রত্যেক মা-বাবাই চান যে তাঁদের সন্তান যেন ভাল করে মানুষ হতে পারে।

কিন্তু দেখা গিয়েছে তারা নিজেরাই এমন কিছু ভুল করে বসেন, যার ফলে নিজেদের সন্তানরাই সঠিক শিক্ষা পান না। 

তাহলে আসুন জেনে নিই যে অভিভাবকদের কোন অভ্যাস দ্রুত বদলানো জরুরি।

অনেক সময়ই দেখা গিয়েছে যে যদি মা-বাবার সঙ্গে সন্তানের তর্ক হয় তাহলে অভিভাবকেরা নিজেদের দোষ স্বীকার করেন না।

যদি মা-বাবার কোনও ভুল থাকে তাহলে তাদের উচিত সেটা মেনে নেওয়া।

অপরদিকে অনেক সময়ই দেখা যায় সন্তানরা তাদের মনের কথা অভিভাবককে বলার চেষ্টা করে।

কিন্তু অধিকাংশ মা-বাবা সেটা শুনতে চায় না। এরকম অবস্থায় সন্তান ও মা-বাবার মধ্যে দুরত্বের সৃষ্টি হয়।

তাই মা-বাবার উচিত সন্তান কী বলতে চাইছে তা সব সময় শোনা ও বোঝা।