6 February 2024
BY- Aajtak Bangla
শিশুদের রাগ হওয়াটা স্বাভাবিক, অল্প বয়সে সব শিশুরই রাগ হয়।
কিন্তু তাদের রাগ অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।
ছোট বাচ্চারা যে কোনও ছোটখাটো বিষয়ে বিরক্ত হয়, তারা জানে না রেগে গেলে কী করতে হবে।
কিন্তু এই রাগের ফলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।
তাই জেনে রাখুন শিশুদের রাগ নিয়ন্ত্রণের কিছু টিপস।
তারা যা চাইবে সবকিছু দেবেন না, এতে তারা পরবর্তীতে আরও জেদি হয়ে ওঠে।
শিশু যদি কিছু পাওয়ার জন্য আপনাদের খুশি করে তাহলে কখনও কখনও তাদের এড়িয়ে চলুন।
তারা রেগে গেলে তাদের সঙ্গে পল্টা রেগে কথা না বলে বোঝান, এতে তাদের আগ্রাসন কমবে।
সন্তান রেগে গেলে কখনওই একা ছাড়বেন না, তাদের সঙ্গে সময় কাটান।
কথা বলে তাদের রাগের কারণ জানুন, শান্ত করুন।