3 October, 2024
BY- Aajtak Bangla
কিছু অভ্যাস আছে যা শিশুকে শুরুতেই শেখাতে হবে।
এগুলি তাদের জীবনকে সহজ করে তোলে।
আসুন জানা যাক শিশুদের শেখান জরুরি সেই অভ্যাসগুলি সম্পর্কে।
বাচ্চাদের শেখান কীভাবে কথা বলতে হয়। আপনি তাদের বলুন কীভাবে বড় ও ছোটদের সঙ্গে কথা বলতে হয়।
একই সঙ্গে শিশুদের বড়দের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করতে হবে।
এ ছাড়া বাচ্চাদের অন্য কারো জিনিস ব্যবহারের আগে অনুমতি নিতে শেখান।
আপনি আপনার সন্তানের কাছ থেকে যেমন আশা করেন তেমন আচরণ আপনারও করা উচিত।
এছাড়াও শিশুদের মধ্যে শেয়ার করার অভ্যাস গড়ে তুলুন। এটাও একটা ভালো আচারণ।