15 January, 2024

BY- Aajtak Bangla

ডালভাত আর বিরিয়ানির তফাত বোঝান, বাচ্চা মানুষ হয়ে যাবে

চাইলেই কিছু পাওয়া যায়, এমন ধারণা যেন আপনার সন্তানের না হয়। 

মাঝেমধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করান। আর সেজন্য তাকে অর্থ দিন। 

সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা, সেটা বুঝিয়ে বলুন। 

ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান। বিলাসদ্রব্যে যেন অভ্যস্ত না হয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখুন। 

আপনার সন্তানকে একটা মাটির ব্যাংক কিনে দিন। শুরুতে সেখানে টাকা জমানোর অভ্যাস করুক। 

সন্তানকে আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করুন। 

মনে করুন, সে অনেক দিন ধরে আপনাকে একটা ঘড়ি কিনে দিতে বলছে। আপনি তাকে সেটা টাকা জমিয়ে কিনতে বলুন।

বলুন যে এভাবে সে নিজেই নিজের শখ পূরণ করতে পারবে আর গর্ব করে অন্যদের বলতেও পারবে!

মাঝে মাঝে তাদের কিছু দায়িত্ব দিন। জন্মদিনের পার্টির জন্য টাকা দিন এবং তাদেরই বলুন সবকিছু প্ল্যান করতে। এইভাবে তারা বাজেট শিখতে এবং আরও ভাল পরিকল্পনাকারী হতে সক্ষম হবে।