24 AUGUST, 2024

BY- Aajtak Bangla

সন্তানের একগুঁয়েমি কেটে যাবেই, ছোট থেকেই দিন এই ট্রেনিং

প্রযুক্তি ও বিজ্ঞানের কারণে সমাজ অনেকটাই বদলে গেছে। 

এখন শিশুরা জন্ম থেকেই ফোন চেনেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শিশু মোবাইল বা টিভিতে ভিডিও দেখেই খাবার খায়।

শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে একগুঁয়ে হয়ে উঠতে শুরু করে। 

তাদের একগুঁয়েমি মেনে নেওয়ার জন্য অনেক পদ্ধতি চেষ্টা করে, তারা অভদ্র আচরণ করে। 

তাই সন্তানকে দিন ৩ ট্রেনিং, যাতে সে ভালো আচরণ করে।

সন্তানের বয়স ২.৫- ৪ বছর হলেই এই আচরণ করতে শেখাতে পারেন।

যদি শিশুর বয়স ৩ বছরের বেশি হয়, তবে তাকে অন্যদের সম্মান করা শেখানো দরকার। তার জন্য বোঝা কঠিন হতে পারে, তবে শেখানো খুব গুরুত্বপূর্ণ।

সন্তান প্রথমবার কারও সঙ্গে দেখা করলে বা কিছু জিনিস দিলে তাকে ধন্যবাদ বলতে শেখান। 

সন্তানকে শেখান যে বড়দের সঙ্গে দেখা করার সময়, নমস্কার, হ্যালো, গুড মর্নিং এর মতো শব্দগুলি ব্যবহার করতে।

সন্তান চিৎকার বা রাগ করালে বাধা দিন, এটি যে ভাল আচরণ নয় তা শেখান।