20 June, 2024

BY- Aajtak Bangla

 আপনার অজান্তেই সন্তান বিগড়ে যাচ্ছে, কীভাবে বুঝবেন?

সন্তান ভালো থাকুক, সে জীবনে উন্নতি করুক সেটা প্রত্যেকটা বাবা-মা চান। সেই মতো কাজও করেন। তবে সব সময় যে সন্তান মনের মতো মানুষ হয়, এমনটা নয়। 

সমস্যা তখনই হয় যখন বাবা-মা অনেক পরে জানতে পারেন যে, তাঁর সন্তান হাতছাড়া হয়ে যাচ্ছে। তখন আর কিছু করার থাকে না। তাহলে কীভাবে আপনার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনবেন?

সেজন্য সন্তানকে বেশ কয়েকটা প্রশ্ন করতে হয় প্রতিদিন। সেই প্রশ্নগুলো করলে সন্তানের মনোভাব বুঝতে পারবেন। 

সেই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হল 'তোমার সারাদিন কেমন কাটল?' এই এক প্রশ্নে আপনি আপনার সন্তানের সারাদিনের কর্মকাণ্ড জানতে পারবেন। ধনে গুঁড়ো

কাদের সঙ্গে মেলামেশা করছে আপনার সন্তান সেটাও তাকে জিজ্ঞাসা করুন। তাহলে বুঝতে পারবেন আপনার সন্তান কেমন সঙ্গে পড়েছে।

সন্তানরা খুব কৌতুহলপ্রবণ হয়ে থাকে। তাদের মনে অনেক জিজ্ঞাসা থাকে। সেই জিজ্ঞাসা বা কৌতুহল আছে কি না সেটা দেখুন। 

সন্তানকে কোনও সময় জোর করে কিছু জিজ্ঞাস করবেন না। চেষ্টা করুন ওকে সময় দেওয়ার। যে কথা আজ বলতে চাইছে না, দুদিন পরে হয়তো সেটাই বলবে। 

আপনার সন্তানের কাছে নতুন কোনও জিনিস থাকলে সেটা কোথা থেকে এল তা জিজ্ঞাসা করুন।