18 MAY,2024

BY- Aajtak Bangla

বাচ্চা কি অতিরিক্ত মারামারি করছে? ঠান্ডা করার ৫ টিপস

কোনও কোনও শিশুর মধ্যে মারামারির প্রবণতা একটু বেশি দেখা যায়। অনেক সময় অভিভাবকেরা বুঝিয়ে বললেও কোনো কাজ হয় না।

তাই কোনো শিশুর মধ্যে কখনো আগ্রাসী মনোভাব বা মারামারির প্রবণতা দেখা দিলেই তাকে ‘খারাপ’ কিংবা ‘মানসিকভাবে অসুস্থ’ আখ্যা দেওয়া উচিত না।

খেলার ছলে অল্পবিস্তর মারামারি করাটা খারাপ কিছু নয়। এমন খেলা শিশুর বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। 

শিশুর মারামারির প্রবণতা অস্বাভাবিক কিছুর লক্ষণ কি না, তা জানতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।

খেয়াল করে দেখুন, কখন কোথায় অতিরিক্ত মারামারির প্রবণতা দেখা দিচ্ছে। কেবল খেলার জায়গার টুকটাক মারামারি কোনো অস্বাভাবিক বিষয় নয়। বাড়ি আর স্কুলে শিশু কী করছে, খেয়াল রাখুন।

খেয়াল করুন, মারামারি মারাত্মক রূপ নিচ্ছে কি না। কিংবা মারামারি করতে গিয়ে কাউকে আঘাত করছে কি না। খেলার মাঝে স্বাভাবিক মারামারিতে কিন্তু এমনটা ঘটে না।

পরিবারের কেউ শিশুর সামনে আগ্রাসী আচরণ করেন কি না, সেটিও বিবেচ্য বিষয়। শিশু যদি ঝগড়াবিবাদ বা মারপিট দেখতে দেখতেই বেড়ে ওঠে, তাহলে সে আগ্রাসী মনোভাব প্রদর্শন করতে পারে।

অভিভাবক হিসেবে আপনি শিশুকে বোঝাতে পারেন, মারামারি করা ভালো অভ্যাস নয়। খেলার ছলে মজার মারামারি পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি যাতে সে না করে, সেটি বুঝিয়ে বলুন। কাউকে আঘাত দেওয়াটা ঠিক নয়, তা–ও বুঝিয়ে বলুন।

শিশু কোনো সমস্যায় আছে কি না, এ বিষয়ে শিশুর সঙ্গে খোলামেলা আলাপ করুন। মন দিয়ে শিশুর কথা শুনুন। শিশুর আস্থা অর্জন করুন। 

শিশুর সামনে কোনো ধরনের আগ্রাসী আচরণ প্রদর্শন করবেন না।

সব প্রচেষ্টার পরেও সমস্যার সমাধান না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।