28 Jan, 2025
BY- Aajtak Bangla
৯ বিষয়ে কখনো শিশুকে নিরুৎসাহিত করবেন না। বরং পারলে উৎসাহিত করুন। এসব বিষয়ে ‘হ্যাঁ’ বললে আপনার শিশু জীবনপথে কত দূর যাবে, তা হয়তো কল্পনাও করতে পারবেন না।
খেলাধুলা। আজকাল কে না জানে, শিশুর শারীরিক বিকাশের জন্য খেলাধুলা কতটা দরকারি।
শিশুকে শুরু থেকেই বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে। ছেঁড়া কাঁথায় শুয়েও যে লাখ টাকার স্বপ্ন দেখা ও বাস্তবায়ন করা যায়, তা শিশুকে বোঝাতে হবে।
শিশুকে তার আবেগ প্রকাশ করতে দিতে হবে। ‘ছেলেরা কাঁদে না, মেয়েরা উচ্চ শব্দে হাসে না’—এমন নানা অকারণ বারণ করা যাবে না।
শিশুকে তার নিত্যনতুন শখের পেছনে ছুটতে দিতে হবে। এটা তাকে সৃজনশীল করে তুলবে।
ভুল হলো শেখার পথের সিঁড়ি। শিশু ভুল করেই শিখবে এবং এগিয়ে যাবে। এটা তার সহনশীলতা, সূক্ষ্ম চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়ে তুলবে।
শু সবকিছুই জানতে চাইবে। কিন্তু এতে হরিহরের মতো ত্যক্ত হওয়া যাবে না। বরং শিশুকে প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে।
শিশুকে কোনো সমস্যার সমাধান নিজে নিজেই করতে দিন। ‘ও ছোট, তাই পারবে না’—এমন কথা বলবেন না।
শিশুকে প্রকৃতির সন্তান হিসেবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তাকে প্রকৃতির সঙ্গে মিশে যেতে উৎসাহ দিতে হবে।
সংগীত শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং মানসিক দক্ষতা বাড়ায়।