20 April, 2024

BY- Aajtak Bangla

হঠাত্‍ খেয়াল করলেন, সন্তান পর্নো দেখছে, কী করা উচিত?

হঠাত্‍ খেয়াল করলেন, সন্তান পর্নো দেখছে, কী করা উচিত?

পর্নোগ্রাফি শিশু-কিশোরদের নৈতিক মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গিকে নষ্ট করে। তারা হয়ে পড়ে আত্মসম্মান ও আত্মবিশ্বাসহীন।

পর্নো থেকে সন্তানকে দূরে রাখার কোনো উপায় কি নেই? আছে। নিচের ধাপগুলো অনুসরণ করে দেখতে পারেন।

প্রথমেই স্বীকার করে নিন, আপনার সন্তানও একজন মানুষ। যৌনতা বা বিপরীত লিঙ্গের প্রতি তার আগ্রহ তৈরি হবেই।

রবীন্দ্রনাথের তো কবিতাই আছে, ‘খোকা মাকে শুধায় ডেকে—/ এলেম আমি কোথা থেকে?’ এমন প্রশ্ন এড়িয়ে যাবেন না। বরং তার ভাষায় সহজ করে বুঝিয়ে বলুন।

ন্তানের পাশে থাকুন বন্ধু হয়ে। তাদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করুন। সন্তান কাদের সঙ্গে মেলামেশা করে, খেয়াল রাখুন।

পর্নোগ্রাফির বেশির ভাগই ভুল, আরোপিত, অসত্য, বিভ্রান্তিকর। এই অর্ধসত্য থেকে দূরে রাখতে আপনার সন্তানকে পর্নোগ্রাফির জগৎ সম্বন্ধে আগেই সতর্ক করে দিন।

তাদের বোঝান, মিথ্যা বলা বা চুরি করার মতো এটাও একটা অপরাধ। মা কিংবা বাবা হিসেবে আপনি এই অপরাধকে প্রশ্রয় দেবেন না।

পর্নোগ্রাফি দেখলে আপনি তার ইন্টারনেট অ্যাকসেস বাতিল করতে বাধ্য হবেন। অবুঝ হবেন না, অস্থির হবেন না। শান্তভাবে বুঝিয়ে বলুন।

মনে রাখবেন, হাজার মারধর বা বকা দিয়ে যে কাজ করা সম্ভব হয় না, একটুখানি ভালোবাসা দিয়ে সেই কাজটা খুব সহজেই করে ফেলা যায়।