24 OCTOBER 2024
BY- Aajtak Bangla
বাবা-মায়েরা তাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের জন্য শিক্ষার প্রতি বিশেষ যত্নশীল হন। তবে অনেকসময় সন্তান মধ্যমেধার হলে তারা পড়া মনে রাখতে পারে না।
কিছু শিশু পড়াশোনায় খুব ভাল হয় আবার কারও স্মৃতিশক্তি দুর্বল। তারা পড়া জিনিসগুলি দ্রুত ভুলে যায়।
যদি আপনার সন্তানও লেখাপড়া করার পর ভুলে যায়, তাহলে ব্রহ্মাকুমারীর প্রধান সিস্টার বিকে শিবানীর ৪ টিপস বাবা মায়েরা জেনে নিন।
সন্তান যদি ভুলে যায়, তাহলে শিশুকে বোঝানোর জন্য উদাহরণের সাহায্য নিতে পারেন। শিশুদের বাস্তব জীবনের উদাহরণ দেওয়া ভাল।
সন্তানকে শেখানোর সময় কিছু আকর্ষণীয় টিপস এবং কৌশল চেষ্টা করতে পারেন। এতে শিশুরা লেখাপড়াকে বোঝা মনে করবে না এবং শিশু পড়াশুনা করতে গিয়ে বিরক্ত হবে না।
মজাদার উপায়ে শেখানোর মাধ্যমে, শিশু সব বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করবে এবং কয়েক ঘণ্টা স্বাচ্ছন্দ্যে পড়বে।
শিশুরা অনেকসময় পুরনো বিষয়গুলো ভুলে যায়। তাই শিশুকে শেখানোই যথেষ্ট নয়। পড়ার পরে, বাচ্চাদের বিষয়টি বুঝিয়ে মুখস্থ বলতে বলুন।