4 May, 2025
BY- Aajtak Bangla
প্রত্যেক মা-বাবার তাঁদের সন্তানকে বড় করার পদ্ধতি আলাদা হয়ে থাকে। কিন্তু মেয়ে সন্তানকে বড় করার সময় কিছু ভুল করে বসেন বাবারা।
জেনে নিন সেই সহজ পদ্ধতি, যেটা জানার পর মেয়েদের বড় করে তুলতে কোনও অসুবিধাই হবে না। আর এতে আপনার মেয়ে হবে আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী।
সাধারণত মেয়েরা তাদের মায়ের সঙ্গে যে কোনও অস্বস্তিকর বিষয় নিয়ে আলোচনা করতে পারে সহজেই। কিন্তু বাবাদেরও এই বিষয়ে মেয়েদের সঙ্গে সহজ হওয়া উচিত।
আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, মেয়ের জন্য সময় বের করুন। এটি বাবা-মেয়ের সম্পর্ককে ভাল করে।
মেয়ের সঙ্গে সম্পর্ক ভাল করতে তার সঙ্গে বেশি করে সময় কাটান। মেয়েকে নিয়ে শপিং করতে যান, আইসক্রিম খাওয়াতে নিয়ে যান, পার্কে তার সঙ্গে গিয়ে খেলুন।
আপনার মেয়ের সব কথা ও সমস্যাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করুন। দরকার পড়লে মেয়েকে সেই সমস্যার সমাধান দিন। এতে আপনার মেয়ে আরও আত্মবিশ্বাসী হবে যে বাবা তার পাশে রয়েছে।
মেয়ের যদি কোনও খারাপ অভ্যাস থাকে তাকে বকাঝকা না করে ভালোবাসার সঙ্গে বুঝিয়ে তা ত্যাগ করান। প্রতিটি জিনিসের ভাল-মন্দটা শেখান।
আপনার মেয়ের সঙ্গে যখন সময় কাটাবেন ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। মেয়ের দিকে পুরো মনোযোগ দিন।
তোমার মেয়ের প্রিয় খাবার ও শখ কী, ছোট ছোট বিষয়ের ওপর নজর দিন। মাঝে মাঝেই তাকে বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন।