27 August, 2024

BY- Aajtak Bangla

সন্তানকে হবে স্মার্ট আর মেধাবী, সুধামূর্তির এই ৭ পরামর্শ মানুন

আত্মবিশ্বাস সাফল্যের প্রথম ধাপ। আত্মবিশ্বাস যে কোনও কাজ করার সাহস জোগায়। কিন্তু সবার আত্মবিশ্বাস থাকে না।

শিশুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব বেশি দেখা যায়। এমনকি সাধারণ কাজ করতেও দ্বিধাগ্রস্ত হয়।

সন্তানদের মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারেন অভিভাবকরা। রইল সুধা মূর্তির টিপস

প্রশংসা- পিতামাতার কাছ থেকে প্রশংসা শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সন্তানের ছোটখাটো সাফল্যেও খুশি হোন। প্রশংসা করুন।

ভুল ধরানো- সন্তান কাজে ব্যর্থ হলে বকবেন না। বরং উৎসাহিত করুন। সেই সঙ্গে শান্তভাবে ভুল ধরিয়ে দিন।

সুযোগ- সন্তান ভুল করলে তাকে উন্নতির সুযোগ দিন। সুযোগ দিয়ে দেখুন সে কেমন পারে।

রোল মডেল- মা-বাবাকে দেখে শেখে সন্তান। তাই তার সামনে নিজেও আত্মবিশ্বাসী থাকুন। আবেগ রাখুন নিয়ন্ত্রণে।

কথা বলা- সন্তানকে নিজের মতপ্রকাশের সুযোগ দিন। এভাবেই তার আত্মবিশ্বাস বাড়বে।

চ্যালেঞ্জ- শিশুকে নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত করুন। পাশে থাকুন। এভাবে আত্মবিশ্বাস বাড়বে।

মিশতে দেওয়া- সন্তানকে বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে দিন। তাকে খেলতে দিন। সবার সঙ্গে মিশলে সে আত্মবিশ্বাসী হবে।