2 March, 2024
BY- Aajtak Bangla
বাচ্চাদের ওষুধ খাওয়ানোর থেকে অনেক কাজ করাই বেশ সহজ। এমনটাই বলেন বাবা-মায়েরা।
তবে ওষুধের তিক্ত স্বাদ, অন্যদিকে তেমনই ঝাঁঝালো গন্ধ। বাবা মায়ের হাতে ওষুধ দেখলেই আতঙ্কে কাঁদতে শুরু করে দেয় শিশুরা।
কেউ কেউ বমি করে ফেলে। ফলে পেটে ওষুধ যায় না। এতে আরও অসুস্থ হয়ে পড়ে শিশু।
এমন সমস্যায় পড়লে কী করবেন? কীভাবে এই সমস্যার সমাধান করবেন?
ওষুধ খাওয়ার জন্য বাচ্চাকে না বকাঝকা করা উচিত নয়। তার মন ভোলান।
রঙিন খেলনা কিংবা পরিবারের লোকেরা নানা ভাবে ওর মন ব্যস্ত রেখে কাজ সেরে ফেলুন।
তবেই হবে কাজ, নইলে বাচ্চাদের ওষুধ খাওয়ানো বেশ কঠিন কাজ।
বাবা মায়েরা চিন্তায় পড়েন, শিশুকে ফের ওষুধ খাওয়াবেন কিনা। বমি করার পর আগে বাচ্চাকে শান্ত করুন।
৫-১০ মিনিট বাদে শিশুকে ফের ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে পারেন।
তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঠিক ডোজ না হলে সমস্যা হয়। অ্যান্টিবায়োটিক শট দেওয়ার কথা ভাবতে পারেন চিকিৎসকেরা।