29 February, 2024

BY- Aajtak Bangla

কথায় কথায় খারাপ কথা বলছে সন্তান? বন্ধ করুন এই ৩ কাজ

অনেক সময় ছোট বাচ্চারা হঠাৎ করেই ভুল শব্দ বা গালিগালাজ করতে শুরু করে। বাবা- মায়েরা বারবার বলার পরেও একই কথা বলতে থাকে।

এটা বাবা-মায়ের জন্য মাথাব্যথা হয়ে ওঠে। এখন সোশ্যাল মিডিয়াতেও এমন ভিডিও থাকে যেখান থেকে খারাপ শব্দ শিখতে পারে।

অভিভাবকরা মনোযোগ না দিলে শিশুরা এ ধরনের ভিডিও দেখে এবং তখন তাদের মাথায় ভুল শব্দ ঢুকে যায়। ফলে অভিভাবকদের কিছু বিশেষ বিষয় মাথায় রাখা উচিত।

বিশেষজ্ঞরা কী বলেন? প্যারেন্টিং বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অভিভাবকদের ধৈর্য ধরা উচিত। বাচ্চাদের উপর রাগ করবেন না তাদের বোঝান উচিত।

কোনও জায়গা থেকে শোনার পরই শিশু ভুল শব্দ বা গালিগালাজ করে, তাহলে অভিভাবকদের বোঝা উচিত যে সে এর মানে না জেনে বলছে। 

শিশুর কথায় মনোযোগ দেবেন না। ফলে কিছু দিনের মধ্যেই শিশু সেই কথাটি ভুলে যাবে।

শিশু ভুল শব্দ ব্যবহার করলে তাকে বারবার বাধা দেবেন না। শিশুরা স্বাধীন থাকতে চায়।

বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন এবং শিশুকে বারবার বাধা দেবেন না। কিছু সময়ের মধ্যে তারা নিজেরাই এই শব্দটি ভুলে যাবে।